হৃতিকের আইনজীবী এমনটাই দাবি করেছেন। জানিয়েছেন, কঙ্গনা রানাওয়াত নাকি কোনও বিবৃতি অফিসিয়ালি দিতে চাইছেন না। মিডিয়ায় এত কথা বলার পর যখন সাইবার ক্রাইম সেল কঙ্গনার সঙ্গে কথা বলতে চান, তিনি নাকি কথা বলতে অস্বীকার করেন।
হৃতিক রোশন মামলায় তাঁর বক্তব্য আগেই রোকর্ড করেছেন। কিন্তু গতকাল সাইবার ক্রাইম সেল অনেক চেষ্টা করেও কঙ্গনার সঙ্গে কথা বলতে পারে নি।
তবে কঙ্গনার তরফ থেকে জানানো হয়েছে, কঙ্গনার সঙ্গে নাকি কেউ কথা বলতেই আসে নি। হৃতিকের তরফে এই কথা ছড়ানো হয়েছে বলেও দাবি কঙ্গনার টিমের।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**