একের পর এক ওয়েব সিরিজ নিয়ে এখন মাতোয়ারা নেট দুনিয়া। আর তাঁর মধ্যে ‘রাগিণী এম এম এস রিটার্নস’ অন্যতম। ওয়েব সিরিজ টির ট্রেলার আসার পরই ঝড় উঠেছিল ওয়েব দুনিয়ায়।
Excited much? ? #RaginiMMSReturns streaming on 19th Oct. #ALTBalajiOriginal@iKarishmaSharma @Ri_flect @scorp_sid pic.twitter.com/GSyKms7z9T
— ALTBalaji (@altbalaji) October 10, 2017
ইন্ডিয়ান টিভি অ্যান্ড ফিল্ম প্রডিউসার একতা কাপুর এর নতুন ওয়েব সিরিজ রাগিণী এম এম এস রিটার্নসে ট্রেলারে কিছুদিন আগেই সামনে এসেছিল রিয়া সেনের নগ্নতা। তবে এবার কারিশ্মা সেন এবং সিদ্ধার্থ গুপ্তার অন স্ক্রিন রোমান্স ঝড় তুলেছে নেট দুনিয়ায়। মুখে সিগারেট সঙ্গে উষ্ণ চুম্বনে লিপ্ত হতে দেখা গেছে দুজনকেই।আর এই ছবিই এখন ভাইরাল।
২০১৪ সালে রাগিণী এমএমএস ২ তে অভিনয় করে কাঁপিয়ে দিয়েছিলেন সানি লিওনি। তবে এই ওয়েব সিরিজটির অভিনেত্রী রাও সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন ছবিতে। আরও রোমহর্ষক এবং সিডাকটিভ সিন দিয়ে বানানো হয়েছে ছবিটি। যা ইতিমধ্যেই রয়েছে দর্শক নজরে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**