গুঞ্জন শুরু হয়েছিল বিগ বস ৯-এর ঘর থেকেই। শোনা গিয়েছিল, প্রিন্স নরুলা এবং বলিউড অভিনেত্রী যুবিকা চৌধুরি একে অপরের সঙ্গে ডেটিং করছেন। কিন্তু তাঁরা দুজনে কখনওই সেই কথা স্বীকার করেননি। তবে তাঁদের দুজনকে আবারও একসঙ্গে দেখা যাবে।
খুব শীঘ্রই দুজনকে একটি টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে।
প্রসঙ্গত, বিগ বস সিজন ৯-এ প্রথমবার প্রিন্স নরুলার সঙ্গে পরিচয় হয় যুবিকা চৌধুরির। বিগ বসের ঘরেই প্রিন্স যুবিকার প্রতি তাঁর অনুভূতির কথা প্রকাশ করেন। যদিও এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের মাঝপথেই বাদ পড়ে যান যুবিকা। যেখানে সিজনের বিজেতা হন প্রিন্স।
এখন দেখা যাক, নতুন রিয়েলিটি শো কতটা জমাতে পারেন বিগ বসের ঘরের এই প্রাক্তন লাভবার্ডস।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**