প্রথমবারের মত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ধবল ধোলাইয়ের (৩-০) পর র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছিলো দলটি। পাকিস্তানের সামনে ছিলো ইতিহাসের হাতছানি।
আর সেজন্য তাদেরকে অপেক্ষা করতে হয় ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটির জন্য। কেননা ১ নভেম্বরের এ ম্যাচটিতে ভারত র্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারলেই টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসবে পাকিস্তান।
সেই অনুযায়ী গতকাল বুধবারের ম্যাচটিতে ভারত জয় পাওয়ায় ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসলো পাকিস্তান। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের অবস্থান দ্বিতীয়।
এছাড়া ১২০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিস তৃতীয়, ১১৯ নিয়ে ইংল্যান্ড চতুর্থ, ১১৮ নিয়ে ভারত পঞ্চম, ১১২ নিয়ে সাউথ আফ্রিকা ষষ্ঠ, ১১১ নিয়ে অস্ট্রেলিয়া সাত, ৯১ নিয়ে শ্রীলঙ্কা আট, ৮৬ নিয়ে আফগানিস্তান নবম এবং ৭৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**