পশ্চিমা বিশ্বের মতো বাংলাদেশেও জঙ্গি হামলা হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এক হুঁশিয়ারিতে বাংলাদেশে বসবাসকারী অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক ও চলাচলের উপর সতর্কতা আনতে বলা হয়েছে।
শুক্রবার দেশটির সরকারি ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড সাইট থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ জঙ্গি-সন্ত্রাসী হামলার ঝুঁকিতে শীর্ষে রয়েছে উল্লেখ করে সতর্ক থাকার পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে।
যারা বাংলাদেশে অবস্থান করছেন তাদের আশেপাশে শক্তিশালী নিরাপত্তা আছে কি’না তা বিবেচনায় রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। আর সম্প্রতি ভ্রমণের জন্য বাংলাদেশে আসা জরুরি
কি’না তা পুনর্বিবেচনা করতে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশে অতীতে ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসী হামলা, সাম্প্রতিক সময়ে জঙ্গি-সন্দেহভাজনদের গ্রেপ্তারের কথাও জোর দিয়ে বলেছে।
সতর্কবার্তায় তারা গতবছর ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা, চলতি বছর মার্চে শাহজালাল বিমানবন্দরের সামনে চেকপোস্টে আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টিও উল্লেখ করেছে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**