শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে জ্বলজ্বলে অভিষেক হয়েছিল পাকিস্তানি তরুণ পেসার উসমান খানের। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে চলে গেলেন পাকিস্তান পেসার উসমান খান। স্ট্রেস চোটে ভোগা এ বাঁহাতির এবারের ইনজুরিটি তার ক্যারিয়ারের হুমকি হতে পারে। সপ্তাহ দুই আগে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
তবে ধারণা করা হচ্ছে এই চোট উসমানকে অন্তত ছয় মাস মাঠের বাইরে ছিটকে দিয়েছে।
আবুধাবিতে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে ইনজুরির কবলে পড়েন উসমান। ফলে তৃতীয় ও শেষ টি-২০ খেলা হয়নি। যা ছিলো পাকিস্তানের ঐতিহাসিক ম্যাচ। এ ম্যাচের মধ্যদিয়ে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে দলটির।
এর আগে শ্রীলঙ্কানদের বিপক্ষে ওয়ানডে দলে মোহাম্মদ আমির নিজেকে প্রত্যাহার করে নিলে সুযোগ পান ২৩ বছর বয়সী উসমান।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**