রাজধানীর বাড্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. নাসিম (২৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার পোস্ট অফিসের গলিতে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর মানারাত বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ছিলেন। তিনি ওই এলাকার সাইদ্দিনের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকালে বাড্ডা এলাকায় নাসিমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনা হয়। সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক নাসিমকে মৃত বলে জানান। নাসিমের পেটে আঘাতের চিহ্ন ছিল।
নিহত নাসিমের বাবা সাইদ্দিনের জানান, রোববার রাতে বাড়ির সামনে বিপিএল খেলা নিয়ে বাজি ধরে অনেকে। এ বাজিকে কেন্দ্র করে আমার নাসিম রমজান নামে এক ব্যক্তিকে থাপ্পর মারেন। খবর পেয়ে সেখানে আমি গেলে রমজানের লোকজন আমাকে থাপ্পর মারেন। সোমবার সকালে নাসিমকে অজ্ঞাতপরিচয় এক যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**