২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বারান্দা’ নিয়ে হাজির হবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশমি মিত্রর পরিচালনায় এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। ইতিমধ্যেই লন্ডন চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে ‘বারান্দা’।
একটা বারান্দা কী ভাবে ভাগ করে নেয় আনন্দ, দুঃখের মুহূর্ত— সেই গল্পকেই ফ্রেমবন্দি করেছেন পরিচালক। চিত্রনাট্য অনুযায়ী, গল্পের কেন্দ্রীয় চরিত্র ছোট্ট মেয়েটি এক গরীব আয়ার সন্তান। রোজগারের জন্য সেই আয়া দেহ ব্যবসা শুরু করেন। এর পর এক অজানা কারণে তাঁর মৃত্যু হয়। ছোট্ট মেয়েটির পাশে এসে দাঁড়ান মায়ের এক সময়কার খদ্দের। তাঁর সঙ্গেই সেই মেয়েটি কাটিয়ে দেয় অনেকগুলো দিন। এই অসমবয়সী দু’টো মানুষ একটি বারান্দাতে এসে ভাগ করে নিত তাদের আনন্দ, দুঃখের মুহূর্ত। এর পর গল্প অন্য বাঁকে মোড় নেয়।
ঋতুপর্ণা সেনগুপ্ত এবং ব্রাত্য বসু ছাড়াও বিভিন্ন চরিত্রে সাহেব ভট্টাচার্য, শ্রীলা মজুমদার, অতসী চক্রবর্তী, সেঁজুতি মিত্র প্রমুখের অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**