গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্লু-হোয়েল গেমে আসক্ত রফিকুল ইসলাম পার্থ (১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার রামদিয়া কৃষি ব্যাংক সংলগ্ন একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পার্থ কাশিয়ানীর রাতইল নায়েবুন্নেছা ইনস্টিটিউশনের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে চাপ্তা গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে।
রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, দুপুরে খবর পেয়ে পুলিশ ওই ভবনের তৃতীয় তলায় একটি বন্ধ কক্ষে ফ্যানের পাখার সঙ্গে গলায় কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করে। লাশের শরীরের বিভিন্নস্থানে তিমি মাছের ছবি ও এফ ৫৭ আঁকা রয়েছে। তার ডায়েরিতে রক্ত দিয়ে এফ ডব্লিউ লেখাসহ ব্লু-হোয়েল গেম সম্পর্কে অনেক কিছু লেখা পাওয়া গেছে।
ওই কিশোরের ভাই রামদিয়া শ্রী কৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের শিক্ষক সৌরভ তালুকদার বলেন, এসএসসি নির্বাচনী পরীক্ষায় ৪ বিষয়ে ফেল করে রফিকুল ইসলাম হতাশ হয়ে পড়ে। নির্বাচনী পরীক্ষায় অংশ নিয়ে খারাপ করার হতাশায় সে ব্লু-হোয়েল গেমে আসক্ত হয়ে পড়ে বলে ধারনা করছি।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**