সম্প্রতি ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সেরা একাদশ ঘোষণা করেছে। একাদশটির ফরোয়ার্ডে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি-কাভানি ও ইমমোবিলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গোলডটকমের এই একাদশে জায়গা মেলেনি ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের।
ইউরোপিয়ান একাদশ
গোলরক্ষক: জ্যান অবলাক (অ্যাটলেটিকো মাদ্রিদ)।
ডিফেন্ডার: স্যামুয়েল উমিতি (বার্সেলোনা), চেজার আসপিলিকুয়েতা (চেলসি), দানি আলভেজ (পিএসজি), মিলান স্কিরিনার (ইন্টার মিলান)।
মিডফিল্ডার: লেরয় সানে (ম্যানচেস্টার সিটি), জর্জিনহো (নাপোলি), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), এডিসন কাভানি (পিএসজি), সিরো ইমমোবিলে (লাজিও)।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**