আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অভিনীত একটি ছবিও রয়েছে। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিসর্জন’। যেখানে অভিনয় করেছেন জয়া আহসান, আবীর চট্টোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায় নিজে।
২৩তম এ চলচ্চিত্র উৎসবে অরো দেখানো হবে মারাঠি ছবি ‘দশক্রিয়া’। পরিচালক সন্দীপ ভালচন্দ্র পাতিল। অসমিয়া ছবি ‘হান্দুক’। পরিচালক জাইছেং জাই দহুতিয়ার এই ছবি জাতীয় পুরস্কারের পাশাপাশি মুম্বাই চলচ্চিত্র উৎসবেও পেয়েছে গ্র্যান্ড জুরি পুরস্কার। তালিকায় আছে তামিল ছবি ‘জোকার’।
এছাড়া এই উৎসবে প্রদর্শিত হবে কোঙ্কনী ছবি ‘কে সেরা সেরা’ রয়েছে তালিকায়। পরিচালক রাজীব শিন্ডে। সেরা কোঙ্কনী ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে এটি।টুলু ভাষায় তৈরি ছবি ‘মাদিপু’। মালয়ালী ছবি ‘মাহেশিন্তে প্রতিকরম’ ছবিটি দেখানো হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে।
তালিকায় রয়েছে বলিউড অভিনেত্রী সোনম কাপূরের ‘নীরজা’ ছবিটিও। পরিচালক রাম মাধবনী। এই ছবিটি সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে। এছাড়াও রয়েছে ‘পেল্লি চপুলু’, ‘রঙ সাইড রাজু’এবং ‘রিসার্ভেশন’নামের ছবি ছবিগুলো।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**