প্লে অফের প্রথম লেগে গ্রীসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ক্রোয়েশিয়া। আক্রমণভাগের মূল ভরসা মারিও মানজুকিচ না থাকলেও ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রোয়াটরা।
তেরো মিনিটে গোল উৎসবের শুরু করেন রিয়াল তারকা মডরিচ। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিকোলা কালিনিচ। ত্রিশ মিনিটে এক গোল শোধ করে সফরকারি গ্রীস।
কিন্তু তিন মিনিট না যেতেই আবারো ব্যবধান বাড়ান ইভান পেরিসিচ। বিরতির পর আন্দ্রেজ ক্রামারিচের গোলে বড় জয় নিশ্চিত হয় ক্রোয়াটদের।
তিন গোলের ব্যবধানে এগিয়ে থেকে আগামী রবিবার গ্রিসে দ্বিতীয় লেগ খেলবে ক্রোয়েশিয়া। স্বাগতিকদের রুখে দিলেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করবে ক্রোটরা।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**