‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে ২৩টি শর্তে বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১১ নভেম্বর শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর সমাবেশ করতে চাইলেও সিপিএ সম্মেলনের কারণে অনুমতি দেয়নি ডিএমপি। পরে ১২ নভেম্বর সমাবেশের অনুমতির আবেদনে সাড়া দিয়েছেন।
মির্জা ফখরুল জানান, লিখিতভাবে ২৩টি শর্তে ১২ নভেম্বর রোববার বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এই সমাবেশ সাংগঠনিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানান, শনিবার বেলা ১১টার দিকে ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে সমাবেশের অনুমতিপত্র গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দীন চৌধুরী অ্যানি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি দিতে পুলিশের কালক্ষেপণে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল বিএনপি। রোববার বিকালে এ সমাবেশে দলটির নেত্রী খালেদা জিয়ার বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**