আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। জোড়া গোল করেছেন দাভিদ সিলভা, একটি করে মোরাতা, ইনিয়েস্তা ও জর্ডি আলবা।
আগামী বছরে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত টুর্নামেন্ট নিশ্চিত করা দলগুলো। তারই ধারবাহিকতায় মাঠে নেমেছিল স্পেন। মালাগার স্তাদিও লা রোসালেডাতে স্প্যানিশদের হয়ে জোড়া গোল করেন ডেভিড সিলভা। একটি করে গোল করেন জর্দি আলবা, আলভারো মোরাতা ও আন্দ্রেস ইনিয়েস্তা।
ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন আলবা। আর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। চেলসির এ স্ট্রাইকার জাতীয় দলের হয়ে শেষ চার ম্যাচের সবকটিতেই গোল (৫টি) করেছেন।
বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল পূর্ণ করেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার সিলভা। তিনি এদিন জাতীয় দলের সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোল দাতা হলেন। বর্তমানে তার গোল সংখ্যা ৩৫। ৫৯ গোল করে শীর্ষে আছেন ডেভিড ভিয়া।
খেলার ৭৩ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার ইনিয়েস্তা।
তবে বড় জয়ের পরও একটা অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে স্পেন। ইনজুরিতে পড়েছেন ইসকো।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**