ক্ষমতার বাইরে থেকেও সমাবেশের নামে বিএনপি রাস্তা ঘাট অচল করে দিয়েছে। এ থেকে বোঝা যায় ক্ষমতা গেলে তারা দেশ অচল করে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবারদুপুরে রমনায় জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সভা শেষে বের হওয়ার সময় সাংবাদিক এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, বিএনপি তাদের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। খালেদা চেয়ে বড় সমাবেশ আমি কক্সবাজারে করেছি। কোনো জনদুর্ভোগ হয়নি।
প্রসঙ্গত, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বিএনপি। ইতোমধ্যে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঞ্চের চারপাশে অসংখ্য ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন খালেদা জিয়া। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকালে থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**