সবকিছু ঠিকঠাক চলছিলো, প্রস্তুতিও শেষ কিন্তু ঠাণ্ডা আবহাওয়ার কারণে প্যারিসে যাওয়া হলোনা চিত্রনায়িকা পূর্ণিমার।
পূর্ণিমা সর্বশেষ শুটিং করেছিলেন ‘ছায়া-ছবি’ সিনেমার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই সিনেমায় পূর্ণিমার সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। আর তার অভিনীত মুক্তি পাওয়া সিনেমার মধ্যে আছে ইফতেখার ফাহমীর ‘টু বি কন্টিনউড’।
পূর্ণিমা যে সিনেমার মধ্য দিয়ে অভিনয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, তার নাম ‘ভবঘুরে’। পরিচালক স্বপন আহমেদ।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**