বাংলাদেশ এবং ভারতের অংশগ্রহণে শ্রীলঙ্কার মাটিতে আগামী বছরের ৮ই মার্চ থেকে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ।
শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই সিরিজের আয়োজন করতে যাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সিরিজটির নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি।
ইতিমধ্যে এই সিরিজের সূচিও ঘোষণা করেছে এসএলসি। লঙ্কান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বিষয়টি নিশ্চিত করেছেন। ঘোষিত সূচি অনুযায়ী ৩টি দল প্রত্যেকের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।
প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ৮ই মার্চ শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে। ২০শে মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই সিরিজটি। এদিকে লঙ্কানদের ৭০তম স্বাধীনতা দিবসের সঙ্গী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জোহরি। তিনি বলেন,
‘আমরা সৌভাগ্যবান শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবসের অংশ হতে পেরে। বিসিসিআইয়ের থেকে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের কাছের বন্ধু আর কেউ নেই এবং যখন জনাব সুমাথিপালা (লঙ্কান বোর্ড সভাপতি) আমাদের প্রথম এই প্রস্তাব দিয়েছিলেন, তৎক্ষণাৎ আমরা এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছিলাম।’
লঙ্কান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাও এই সিরিজটি সুষ্ঠুভাবে আয়োজনের ব্যাপারে আশাবাদী। বিশেষ করে বাংলাদেশ এবং ভারত রাজি হওয়ায় বেশ সন্তুষ্ট তিনি। তাঁর ভাষ্যমতে,
‘৭০ বছর একটি দীর্ঘ যাত্রা এবং সকলেই এই দিনটি উদযাপন করতে উদগ্রীব। আমরা বেশ খুশি যে আমাদের সবথেকে কাছের প্রতিবেশী দেশগুলো যারা আমাদের মতোই কম বেশি স্বাধীনতার এই যাত্রার সারথি ছিলো তারা এই উদযাপনে যোগ দিচ্ছে আমাদের সাথে। আমরা বিশ্বাস করি এটি একটি মাইলফলক হবে এবং ক্রিকেটের জন্যও এটি অনেক বড় কিছু।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**