মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে লিখেছে ইয়েমেনে যুদ্ধাপরাধের মূল হোতা সৌদি আরব। ইয়েমেনে মানবিক সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেয়া এবং ইয়েমেনের জনগণের বিরুদ্ধে দুর্ভিক্ষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করাকে ওই প্রতিবেদনে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে সৌদি আরবের জেনে রাখা উচিত বিশ্ববাসী তাদের এসব কর্মকাণ্ডের জবাবে নীরব থাকবে না।
সৌদিআরব আমেরিকা, সংযুক্ত আরবআমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। তাদের ওই বর্বরোচিত হামলায় হাজার হাজার নিরীহ ইয়েমেনি হতাহত হয়েছে। বর্তমানে ইয়েমেনে খাদ্যাভাব ও ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে। কলেরার মতো সংক্রামক ব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ইয়েমেনে এখন মানবীয় বিপর্যয় দেখা দিয়েছে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**