ক্যারিয়ারে বড় কোন হিট না থাকলেও জনপ্রিয়তার কোন কমতি নেই লাস্যময়ী নায়িকা পরীমনির। চলচ্চিত্রে যেমন তার চাহিদা তেমনি রয়েছে বিজ্ঞাপনেও। কিন্তু ভালো পণ্যের সঠিক নির্মাণ না থাকলে তিনি বিজ্ঞাপন করতে রাজি হননা। এর আগে প্রাণ চাটনি ও যমুনা গ্রুপের বিজ্ঞাপনে বেশ প্রশংসা পেয়েছেন রক্ত খ্যাত এই নায়িকা।
এবার আবার তাকে বিজ্ঞাপনে দেখা যাবে। স্যান্ডেলিনা সাবানের একটি নতুন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নতুন বিজ্ঞাপনে পরীকে আরও বেশি লাস্যময়ী দেখা গেছে।
এটি নির্মাণ করেছেন ভারতের বিজ্ঞাপনচিত্র নির্মাতা সৈনক মিত্র। এর আগে এই নির্মাতার আরও দুটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন পরী। জানা যায় এই সৈনিক মিত্রর পরিচালনায় পরী স্যান্ডেলিনা সোপের প্রথম বিজ্ঞাপনটির কাজ করেন। মাসখানেক আগে কলকাতার একটি ষ্টুডিওতে নতুন এই বিজ্ঞাপনটি শুট করেন পরী।
এদিকে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে পরী অভিনীত দুটি চলচ্চিত্র। ১৫ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ ও ২২ ডিসেম্বর মুক্তি পাবে অপূর্ব রানা পরিচালিত ‘ইনোসেন্ট লাভ’। এ দুটি সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে জায়েদ খান ও জেফ।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**