রিয়াল বনাম অ্যাটলেটিকো ম্যাচের শুরু থেকেই তীব্র রেষারেষিটা ধরা পড়ছিল। দু’দলের ফুটবলারদেরই প্রচুর ফাউল করতে দেখা যায়। নাক ফেটে যায় রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের। পরে জানা যায়, তার নাক ভেঙে গেছে।
নাক ভেঙে প্রচুর রক্তক্ষরণ হয়েছে রামোসের। তাতে অবশ্য দুঃখ নেই স্প্যানিশ তারকার। বরং রিয়ালের বিখ্যাত সাদা জার্সির জন্য তিনি হাজারবার রক্ত ঝরাতেও প্রস্তুত!
নিজের অফিসিয়াল টুইটার পেজে রামোস লিখেছেন, ‘এই ব্যাজ (রিয়াল অধিনায়কত্বের) এবং জার্সির জন্য আমি হাজারবার রক্ত ঝরাতেও প্রস্তুত।’
নিজের অবস্থা সম্পর্কে সমর্থকদের অভয় দিয়ে রিয়াল অধিনায়ক বলেন, ‘যারা আমাকে ভালোবাসে এবং সমর্থন করে, তাদের সবাইকে ধন্যবাদ। আমি ঠিক সময়েই মাঠে ফিরব।’
অ্যাটলেটিকোর বক্সের মধ্যে হেড করার সময় লুকাস হার্নান্দেজের বুট এসে লাগে রামোসের মুখে। নাক ফেটে রক্ত ঝরতে থাকে। তখন কেন পেনাল্টি দেয়া হল না, এই নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রিয়ালের অন্দরমহলে।
ম্যাচে রিয়াল বলের দখল বেশি রাখলেও সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। তবে ম্যাচের পরে অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে বলেন, ‘ড্র-টাই এই ম্যাচের ঠিক ফল হয়েছে।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**