উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে চেলসি। অথচ টানা চার জয়ের পরেও নিশ্চিত বলা যাচ্ছে না ম্যানইউকে। বুধবার রাতের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হেরে গেছে সুইস দল এফ সি বাসেলের কাছে।
দারুণ ফর্মে থেকে সুইজারল্যান্ডে খেলতে গেলেও জয় নিয়ে ফিরতে পারেনি ইংলিশ লিগের জায়ান্ট ক্লাব ম্যানইউ। বাসেলের মাঠ জ্যাকব পার্কে শেষ মুহূর্তের গোলে হার মানে ম্যানইউ। ম্যাচের ৮৯ মিনিটের মাথায় বাসেলের হয়ে গোল করেন এম ল্যাঙ্গ। তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাসেল।
চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে ইংলিশ লিগের আরেক জায়ান্ট দল চেলসি এক ম্যাচ হাতে রেখে নকআউটপর্ব নিশ্চিত করেছে। গতকালের ম্যাচে আজারবাইজানের ক্লাব কারাবাখকে ৪-০ গোলে হারিয়েছে অ্যান্তেনিও কন্তের দলটি।
এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের মাঠে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। রোমাকে ২-০ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল।
তবে, চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে হারলেও ‘এ’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানইউ। হোসে মরিনহোর শিষ্যরা ৫ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছে। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বাসেল। একই পয়েন্ট নিয়ে তিনে সিএসকেএ মস্কো।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**