ব্যাংক, বীমা ও শেয়ারবাজারের পর সাধারণ মানুষের টাকা লুটপাটের জন্য সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়ের কোম্পানির মাধ্যমে এ লুটপাট চালানোর জন্যই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
সারাবিশ্বে যেখানে তেলের দাম কমেছে সেখানে দেশে বিদ্যুতের দাম বেড়েছে— এতেই বোঝা যায় সরকার গণমুখী কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় রিজভী অভিযোগ করেন, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী গুমের বিষয়ে যে বক্তব্য দিয়ে এর দায় স্বীকার করেছেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষক, কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**