এফসি বাসেলের কাছে চ্যাম্পিয়নস লিগে গত সপ্তাহে হেরে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ে তারা নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখেছে। ব্রাইটন এন্ড হোভ আলবিওনের বিপক্ষে ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ইউনাইটেড।
নিজেদের মাঠে তারকাসমৃদ্ধ ম্যানইউ গোলই পাচ্ছিল না। খেলার ৬৬ মিনিটের সময় মরিনহোর মান বাঁচে লুইস ডাঙ্কের গোলে। এ জয়ের ফলে ১৩ খেলায় ম্যানইউয়ের পয়েন্ট হলো ২৯। তারা এখন শীর্ষে থাকা ম্যানসিটির চেয়ে ৫ পয়েন্ট পেছনে। রোববার ম্যানসিটি খেলবে হাডার্সফিল্ডের বিপক্ষে।
ওদিকে শনিবারর রাতের আরেক খেলায় টটেনহ্যাম ১-১ গোলে ড্র করেছে ওয়েস্টব্রমের কাছে। এতে তাদের এগিয়ে যাওয়ার একটি সুযোগ হাতছাড়া হলো। ১৩ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে তারা এখন চারেই রইলো।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**