দেশীয় মিডিয়ার পরিচিত মুখ সোহানা সাবা। ‘চন্দ্রগ্রহণ’, ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’ ও ‘বৃহন্নলা’ ছবিগুলোতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। সীমানা ছাড়িয়ে অভিনয় করেছেন কলকাতার ছবি ‘ষড়রিপু’তে।
এবার নতুন পরিচয়ে দর্শক-শ্রোতাদের সামনে উপস্থিত হতে যাচ্ছেন তিনি। রেডিও টুডেতে ‘সাবা’স কনফেশন বক্স’ শিরোনামের একটি নতুন অনুষ্ঠানে আর জে হিসেবে কাজ করতে যাচ্ছেন সাবা। অনুষ্ঠানটি সম্প্রচার হবে প্রতি শুক্রবার রাত ১২টা থেকে ২টা। এ
প্রসঙ্গে সোহানা সাবা বলেন, ‘আমার মনে হয় এই ব্যস্ত শহরে আমাদের মনের কথা বলার মতো মানুষের সংখ্যা কম। এই অস্থির সময়ে মানুষ যাতে তাদের মনের কথা প্রাণ খুলে বলতে পারে, এভাবেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**