চোখ বন্ধ করে যদি বর্তমান প্রজন্মের কয়েকজন পপ গড়ানার শিল্পীর নাম বলতে হয়, অবশ্যই মাইলি সাইরাসের নাম এগিয়ে থাকবে। অথচ এই সঙ্গীত শিল্পী দিলেন অবাক করা এক তথ্য। যে গান গেয়ে তার বিশ্বব্যপী পরিচিতি সে ধাচের গান নাকি একদম ভালো লাগে না তার।
মাইলি জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে নাকি নিজের গানই পছন্দ নয়, এমনকি নিজের জনপ্রিয় কমার্শিয়াল গানগুলোর বেশিরভাগই নাকি শুনতে ভালো লাগে না তার।
২৫ বছর বয়সী এই শিল্পী তার সহশিল্পী ব্রুক সিম্পসনের প্রশংসা করার সময় এসব কথা জানান। ব্রুক প্রসঙ্গে তিনি বলেন, ‘দারুণ একটি বছর গেল তার। পপ মিউজিক সম্পর্কে তার ধারণা অসাধারণ।’ এসময়ে তিনি আরও বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই পপ গান পছন্দ করিনা আমি। এমনকি আমার নিজের পপ গানও আমার বেশিরভাগ সময়েই পছন্দ হয়না। নিজের গান রেডিওতে শুনতেও ভাল লাগেনা তখন।’
এনবিসি ট্যালেন্ট শো এর লাইভ রাউন্ডে ১১জন চূড়ান্ত প্রতিযোগীর গান শোনার সময় নিজের গান সম্পর্কে এই স্বীকারোক্তি দেন মাইলি সাইরাস। প্রতিযোগীদের গান শুনে প্রশংসা করেন তিনি। সেই সাথে তাদেরকে অনুপ্রেরণাও যুগিয়েছেন মাইলি।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**