ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ধারাগুলো অত্যন্ত কারিগরি সমৃদ্ধ এবং এ নিয়ে আবার আলোচনা করা এমনকি এতে আংশিক পরিবর্তন আনা কিছুতেই সম্ভব নয়।
ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি গতকাল (শুক্রবার) ইতালির রোমে একটি ফোরামে দেয়া বক্তব্যে বলেন, “চূড়ান্ত পরমাণু সমঝোতায় পৌঁছানোর আগে সব পক্ষের মধ্যে ব্যাপক ভিত্তিক আলোচনা হয়েছে এবং এটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এতে অনেক ধারা এবং উপাদান সংযুক্ত করা হয়েছে”
তিনি বলেন, “পরমাণু কর্মসূচির প্রতিটি বিষয় ১০৪ পৃষ্ঠার এ সমঝোতায় লিপিবদ্ধ করা হয়েছে। তাই কেউ যদি মনে করেন যে তিনি ওই সমঝোতার কোনো একটি অধ্যায়,প্যারা কিংবা লাইনের ব্যাপারে আবার আলোচনা করবেন তাহলে আমি বলব, তিনি জানেন না তিনি কি ধরনের বাক্স খুলতে যাচ্ছেন।”
মোগেরিনি বলেন, “সমঝোতার ধারার প্রতিটি শব্দ আগের শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত এবং ব্যাপক ভিত্তিক আলোচনার মাধ্যমে একটি উচ্চমানের কারিগরি দল এ সমঝোতা প্রণয়ন করেছেন।তাই কেউ যদি এই নিয়ে আবার আলোচনা করতে চাই তাহলে তিনি সমঝোতার জটিলতা বুঝতে পারছেন না।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেবেন বলে হুমকি দেয়ার পর এ প্রতিক্রিয়া জানাল ইইউ।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**