ইপিএলে টানা দ্বিতীয় জয় পেয়েছে চেলসি। নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে তারা। দলের হয়ে জোড়া গোল করেন ইডেন এ্যাজার্ড।
যদিও ম্যাচে শুরুতেই ডুয়াইট গেইলের গোলে পিছিয়ে পরেছিলো অ্যান্তেনিয়ো কন্তের শীষ্যরা। নয় মিনিট পর হাজার্ডের গোলে ম্যাচে ফেরে ব্লুজরা।
স্ট্যামফোর্ড ব্রিজে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় চেলসি। ম্যাচের ১২ মিনিটে ডুয়াইট গেইলের গোলে পিছিয়ে পড়া ম্যাচে ব্লুজদের জয়ের নায়ক এডেন হ্যাজার্ড। ২১ মিনিটে সমতা ফেরানোর পর পেনাল্টি থেকে ৭৪ মিনিটে জয়সূচক গোলটিও এসেছে বেলজিয়ান ফরোয়ার্ডের থেকে। মধ্যখানে ৩৩ মিনিটে আলভারো মোরাতার গোল জয়ের পথে রাখে বর্তমান চ্যাম্পিয়নদের।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**