এক দল উড়ন্ত পারফরম্যান্সে টেবিলের শীর্ষে, অন্য দলটি ১৪তে। শীর্ষের সেই পিএসজিকেই মাটিতে নামিয়ে এনেছে পুচকে স্ট্রাসবুর্গ। নেইমার-কাভানিদের মৌসুমের প্রথম হারের স্বাদ দিয়ে ২-১ গোলের জয় পেয়েছে স্ট্রাসবুর্গ।
শনিবার ‘অজেয়’ তকমা পিএসজি হারালো অখ্যাত স্ত্রাসবোর্গের কাছে, যারা ছয় বছর আগে দেউলিয়া হয়ে যেতে বসেছিল। লা মেইনাউ স্টেডিয়ামে উনাই এমেরি একাদশে রাখেননি এদিনসন কাভানিকে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ বলে বেঞ্চে থাকতে হয়েছে মার্কো ভেরাত্তি ও থিয়াগো সিলভাকে।
নেইমার ও এমবাপের শক্তিশালী আক্রমণভাগ থাকলেও পিএসজি খুব বেশি পাত্তা পায়নি প্রতিপক্ষের মাঠে।
১৩ মিনিটে গোলপোস্টের সামনে থেকে চমৎকার হেডে স্ত্রাসবোর্গকে এগিয়ে দেন নুনো দা কস্তা। এমবাপের ৪২ মিনিটের গোলে স্বস্তিতে থেকে বিরতিতে যায় পিএসজি। হাভিয়ের পাস্তোরের শট পোস্টে লাগায় তারা দ্বিতীয় গোল পায়নি। বরং ৬৫ মিনিটে স্ত্রাসবোর্গ এগিয়ে যায় স্টিফানো বাহোকেনের গোলে।
গত ৩০ এপ্রিল নিসের কাছে ৩-১ গোলে হারার পর টানা ২৫ ম্যাচ সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত ছিল পিএসজি। তাদের বিপক্ষে বিখ্যাত জয়ে ১৪ নম্বরে উঠে এলো স্ত্রাসবোর্গ।
১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে পিএসজি, নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্শেই এখনও ১০ পয়েন্ট পেছনে। কিন্তু রবিবার মঁপেইর বিপক্ষে মার্শেই জিতলে ব্যবধান ৭ পয়েন্টে কমে আসবে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**