জয়া আহসান গ্ল্যামার আর অভিনয় দক্ষতা দিয়ে দর্শক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন বহু আগেই। সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী ওপার বাংলাতেও অভিনয়ের সুখ্যাতি ছড়িয়েছেন। পেয়েছেন পুরস্কারও।
দুই বাংলায় নিয়মিত কাজ করে যাচ্ছেন জয়া। এবার ‘ঝড়া পালক’ নামে কলকাতার একটি সিনেমায় তিনি নাম লেখাতে যাচ্ছেন বলে জানিয়েছেন সিনেমাসংশ্লিষ্ট একটি সূত্র।
সূত্রটি আরো জানান, কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মাণাধীন এ সিনেমায় কবির স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
ছবিটি পরিচালনা করবেন সায়ন্তন মুখার্জী। সম্প্রতি শুরু হয়েছে ‘ঝরা পালক’-এর দৃশ্যধারণের কাজ। এতে জীবনানন্দের বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসু ও রাহুলকে।
এ সিনেমায় জীবনানন্দ দাশের ভাই অশোক আনন্দের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**