শাকিব খান সাম্প্রতিক সময়ের বেশ কিছু ছবিতে শারীরিক গঠন, লুক, নাচ ও পোশাক-আশাকে এনেছেন বেশ পরিবর্তন। আর বাংলাদেশের শীর্ষ নায়িকাদের পাশাপাশি কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, নুসরাত ও সায়ন্তিকার মতো সুপার তারকা অভিনেত্রীদের সঙ্গে বর্তমানে কাজ করছেন তিনি।
তিনি বর্তমানে ববির সাথে ‘নোলক’ নামে একটি ছবির কাজে ভারতের হায়দরাবাদে অবস্থান করছেন। সেখান থেকে তিনি বলেন, ‘নোলক’ ছবির কাজ শেষ করেই কলকাতার লাস্যময়ী নায়িকা শ্রাবন্তীর সঙ্গে দুটি ছবিতে কাজ করব।
এদিকে একটি ছবির নাম ‘বয়ফ্রেন্ড’ তা আগেই জানা গেছে। আর অন্যটির নাম এখনও চূড়ান্ত হয়নি। ‘বয়ফ্রেন্ড’ ছবিটি বাংলাদেশের পরিচালক উত্তম আকাশ ও নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনা করবেন ভারতের একজন পরিচালক।
উল্লেখ্য, যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’-তে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী একসঙ্গে প্রথম অভিনয় করেন। ২০১৬ সালে বাংলাদেশে ছবিটি মুক্তি পাওয়ার পর ব্যবসায়িকভাবে বেশ সফলতা পায়।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**