বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা বোলার হাসান আলী। পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জেতাতে অসামান্য ভূমিকা পালন করেছেন তরুণ এ পেসার। ফাইনালে ভারতের বিপক্ষেও ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে আমি ওয়াকার ইউনিসের একটি ভিডিও দেখেছিলাম।
তিনি আরো বলেন, ’ওয়াকার ইউনিস আমার আদর্শ। ছোটবেলায় আমি ব্যাটসম্যান হিসেবে শুরু করেছিলাম। ১৯৯৯-২০০০ সালে আমি প্রথম তাঁকে দেখি। তখনই সিদ্ধান্ত নিই আমি ফাস্ট বোলার হবো।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**