আগামী নির্বাচন নিয়ে বিএনপিকে কোনো আলোচনার প্রস্তাব দেয়া হবে না— নানা অপরাধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবনে সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, নির্বাচনী হাওয়া বইছে এটি ভালো খবর, গণতান্ত্রিক অনুশীলন হচ্ছে তা প্রমাণ করে।
যৌথ কমিটর মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে— তাদের নিজ দেশে ফিরে যেতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মিয়ানমার সরকার স্বীকার করেছে-একটা কমিটি করা হবে এবং তাদের ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।
একতরফাভাবে জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা গ্রহণযোগ্য নয়— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার কম্বোডিয়া যান। এ সফরকালে সেখানে শেখ হাসিনার নানা কর্মসূচিতে যোগদান ছাড়াও নয়টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে। মঙ্গলবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**