নেইমারকে ছাড়াই মাঠে নামে পিএসজি। আনহেল দি মারিয়া, হাভিয়ের পাস্তোরে ও কিলিয়ান এমবাপের গোলে লিলের বিপক্ষে জয় পায় পিএসজি। এ খেলায় লিলকে ৩-১ গোলে জিতেছে উনাই এমেরির দল।
শনিবার পিএসজিকে প্রথমবার এগিয়ে দেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ম্যাচের ২৮ মিনিটে হাভিয়ের পাস্তোরের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে এমবাপে ঠেলে দেন ডি মারিয়ার দিকে। নিচু হেডে সেটি জালে জড়ান আর্জেন্টাইন তারকা।
ম্যাচের ৩৫ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি কাইলিয়ান এমবাপে। ফরাসি জায়ান্টারা তাতে ওই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায়।
মধ্যবিরতির পর ফিরেই ব্যবধান বাড়ায় পিএসজি। ৪৯ মিনিটে দ্বিতীয় গোলের নায়ক প্রথম গোলের যোগানদাতা পাস্তোরে। ডি মারিয়ার মাপা ক্রসে বক্সের মধ্য থেকে জাল খুঁজে নেন এই আর্জেন্টাইন।
ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন অতিথি ফরোয়ার্ড আনোয়ার এল-ঘাজি। তবে যোগ করা সময়ে এমবাপের গোলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসি জায়ান্টরা।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**