‘নায়ক’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। পরিচালনা করবেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান। শুক্রবার ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী।
এই নির্মাতা যুগলের ‘বিদ্রোহী বধূ’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘তুমি সুন্দর’, ‘গোলাম’, ‘মেশিনম্যান’, ‘শিকারী’সহ আরো বেশ কিছু ছবি ব্যবসা সফল হয়। আর তাদের পরিচালিত বেশিরভাগ ছবিতে মূল চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান মৌসুমী।
এ ব্যাপারে ইস্পাহানী বলেন, মৌসুমীর সঙ্গে চলচ্চিত্রে পরিচয় অনেকদিনের। বেশ কিছু সুপারহিট ছবিতে একসঙ্গে কাজ করা হয়েছে আমাদের। ‘নায়ক’ ছবিতেও কাজ করতে যাচ্ছেন মৌসুমী। আসছে জানুয়ারি মাস থেকে এ ছবির কাজ শুরু হবে। আশা করি, নতুন কাহিনীর এ ছবিটিও দর্শক পছন্দ করবেন।
‘নায়ক’ ছবিতে বাপ্পি চৌধুরী ও অধরা খান এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন। যাদুরকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবির কাহিনী লিখেছেন দেলোয়ার হোসেন দিল। খুব শিগগিরই মহরতের মাধ্যমে এ ছবির শুটিং শুরু করবেন ইস্পাহানী-আরিফ জাহান।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**