রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পরেই জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট সংসদ নির্বাচন নিয়ে পরিকল্পনা করবে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। রোববার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যান এ কথা জানান।
এরশাদ বলেন, ইসলামের প্রথম কেবলা আল আকসা মসজিদসহ গোটা জেরুসালেমকে মুক্ত রাখতে মুসলিম বিশ্বের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ জানান, রংপুর সিটি নির্বাচনের পরেই তারা জাতীয় নির্বাচন নিয়ে পরিকল্পনা করবেন।
যুক্তফ্রন্টের বিষয়ে তিনি বলেন যে কেউ জোট গঠন করতে পারে তবে এটিকে প্রতিপক্ষ হিসেবে দেখছেন না তিনি।
ট্রাম্পবিরোধী বিক্ষোভের ডাক
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাহারের দাবিতে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভেরও ডাক দেয়া হয় সংবাদ সম্মেলনে।
এরশাদ বলেন, ‘জাতিসংঘ যেখানে ইসরাইলকে জেরুজালেমসহ দখলকৃত আরব ভূখণ্ড ছেড়ে দেয়ার দাবি জানায়, সেখানে গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র জেরুজালেমকে অবৈধভাবে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি জাপার পক্ষ থেকে এই ঘৃণ্য ঘোষণার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাই।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**