কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
সোমবার (১১ ডিসেম্বর) ভোরে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার সিঙ্গলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার সাহাব উদ্দিন (৩৫), নুরুল হাসান রিফাত (২৭), আবু হানিফ (৭) ও সাতকানিয়া উপজেলার আমজাদ হোসেন (২৮)।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। গুরতর আহত ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাসটিকে আটক করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**