আসছে নতুন চ্যানেল ‘হ্যাপিনেস টিভি’। এর পরীক্ষামূলক সম্প্রচার বিজয়ের মাসে শুরু হবে বলে ঘোষণা করা হয়। ২৪ ঘণ্টা বিনোদন অনুষ্ঠান সংবলিত এই নতুন চ্যানেলের স্লোগান হচ্ছে ‘বিশ্বব্যাপী বিনোদন’। বাংলাদেশের সুস্থ ধারার বিনোদন বিশ্বব্যাপী পৌঁছে দেবে এই হ্যাপিনেস টিভি।
এদিকে ১৯ জানুয়ারি বিনোদন ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল হ্যাপিনেস-এর উদ্বোধনীতে অংশ নিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। অনুষ্ঠানটি হবে ধানমন্ডির আবাহনী মাঠে।
বিষয়টি জানিয়েছেন চ্যানেলটির চেয়ারম্যান জহিরুল ইসলাম মিন্টু। বেশ কিছুদিন ধরেই টিভিটির কারিগরি প্রস্তুতি চলছিল। ৯ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।
জহিরুল ইসলাম মিন্টু বলেন, ‘অত্যন্ত জমকালোভাবে এটি করতে চাই। তাই ১৯ জানুয়ারি ধানমন্ডির আবাহনী মাঠটি আমরা বেছে নিয়েছি। ’ তিনি জানান, শুধু বিদ্যাই নন, অনুষ্ঠানে কলকাতার গায়ক নচিকেতা ও অভিনেত্রী শুভশ্রীসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**