সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ নেতাকর্মীর বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন ফের পিছিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান আগামী ১৫ জানুয়ারি পুনরায় এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
সোমবার বিশেষ জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ১৫ জানুয়ারির এ দিনটি ধার্য করেন বিচারক।
এর আগে রবিবার বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছিলেন, নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানিতে সোমবার আদালতে হাজির হবেন না মামলার অন্যতম আসামি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি জানিয়েছিলেন, সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল হাসান আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থতার কারণে সোমবার আদালতে উপস্থিত হবেন না।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করেন।
পরের বছরের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।
উল্লেখ্য এর আগেও কয়েক দফায় পেছানো হয় এই মামলার অভিযোগ গঠন।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি কয়েক দফায় পিছিয়ে গত ২০ নভেম্বর নতুন দিন ধার্য করে আদালত।
এরও আগে খালেদা জিয়া সহ সাত আসামির সময়ের আবেদনে শুনানির দিন গত ১১ জুলাই পুনর্নির্ধারণ করেন আদালত।
ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে ৭ জুন) এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। সে সময় ১১ জন আসামির মধ্যে সাতজন আদালতে অনুপস্থিত থেকে তাদের আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন জানান। খালেদার জিয়ার সময়ের আবেদনে তার অসুস্থতার কথা উল্লেখ করা হয়। এসব আবেদন মঞ্জুর করেন আদালত।
এ মামায় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
এর আগেও গত ১২ এপ্রিল সময়ের আবেদন জানিয়ে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নেন খালেদা জিয়াসহ অন্য আসামিরা।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**