১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মালেক আফসারি পরিচালিত ছবি ‘অন্তর জ্বালা’। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে ছবিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবিটি শুরু থেকেই বেশ আলোচনায় ছিল। অন্যদিকে জায়েদ খানের নতুন লুকও বেশ আলোচনায়। পাশাপাশি পরীমনি তো রয়েছেই। এরইমধ্যে ছবিটির ট্রেলর প্রশংসিত হয়েছে।
‘অন্তর জ্বালা’ ছবির অভিজ্ঞতা নিয়ে পরী বললেন, ‘চলচ্চিত্র যে ডিরেক্টরস মিডিয়া, তা এই ছবিতে কাজ করতে গিয়ে বুঝেছি।’ তিনি জানালেন, অভিনয় করতে গিয়ে সত্যিকারের একাধিক চড় খেয়ে গাল ফুলে যায় তার।
পরীমনি আরও বলেন, ‘এই ছবিটি নিয়ে ছবির সংশ্লিষ্টসহ দর্শকরাও বেশ আশাবাদী। ছবিটি মুক্তির আগেই দর্শকদের ভালো সাড়া পাচ্ছি। ছবির গল্পের পাশাপাশি গানের বিষয়ে আমি মুগ্ধ। আর মালেক আফসারীর ছবিতে কাজ করাটা আমার ক্যারিয়ারের অনেক বড় একটি সুযোগ। এটি আমার ভাগ্য বলবো। সবাই অনুরোধ করবো হলে এসে ছবিটি দেখবেন।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**