বিচার বিভাগ আবারো প্রশাসনের হাতেই চলে গেল—এ মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার বিভাগকে কোনোভাবেই স্বাধীন করা গেল না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগকে স্বাধীন করতে চেয়েছিলেন তাই তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
তিনি আরো জানান, এর প্রতিবাদ করতে গেলে বিরোধী নেতাদের ওপর মামলার খড়গ নেমে আসে।
গণতন্ত্র ও নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের সব সত্যকে ফিরিয়ে আনতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন এই একটি পথই আছে। কারণ আমরা প্রতিবাদ করতে গেলেই মামলা দিয়ে দাবিয়ে রাখা হয়। এই যে আমরা নির্বাচন (রংপুর সিটি করপোরেশন) করছি, এর ফল কী হবে? এর ফল শূন্য।’
রেজিস্টার্ড গ্রাজুয়েটস প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতন্ত্র, মুক্তচিন্তা ও অধিকার রক্ষার আন্দোলন আসতে হবে। এই নির্বাচনকে সিনেট নির্বাচন হিসেবে না নিয়ে গণতন্ত্রের মুক্তির আন্দোলন হিসেবে নিতে হবে।’
অনুষ্ঠানে জাতীয়তাবাদী পরিষদের প্যানেল প্রার্থী ছাড়াও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**