মিউজিক ভিডিওতে ‘আপত্তিকর’ পোশাক পরা ও কলা খাওয়ায় মিসরের গাইকা শাইমা আহমেদকে (২৫) দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার শাইমাকে ‘অশ্লীলতা’ ছড়ানো ও ‘কুরুচিপূর্ণ’ ভিডিও প্রকাশের জন্য দোষী সাব্যস্ত করা হয়। তবে এই দণ্ড থেকে পার পাচ্ছেন না ভিডিওর পরিচালকও। শাইমার সঙ্গে তাকেও করতে হবে কারাভোগ।
ভিডিওটি প্রকাশের দায়ে গত নভেম্বরে শাইমাকে গ্রেপ্তার করে মিসরের আইনশৃঙ্খলা বাহিনী। তবে তার আগেই এ বিষয়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।
ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাইমা লিখেন, ‘আমাকে সবাই এবার আক্রমণের বিষয়বস্তু বানাবে।’
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**