অস্ট্রেলিয়ান ওপেনের জন্য ওয়াইল্ড কার্ড পেলেন সাবেক টেনিস নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা। পরিবারিক ঝামেলার কারনে অনেক দিন কোর্টের বাহিরে ছিলেন তিনি। চলতি বছর উইম্বলডন টেনিস টুর্ণমেন্টের পরে আর কোন ম্যাচ খেলেননি ২৮ বছর বয়সী এ বেলারুশ সুন্দরী। মিস করেছেন ইউএস ওপেন এবং ডেবিস কাপের ফাইনাল। চলমান মামলার কারনে ১১ মাসের সন্তানকে নিয়ে তাকে বাহিরে ভ্রমন করার অনুমতি দেয়নি ক্যালিফুর্নিয়ার আদালত। অস্ট্রেলিয়ান ওপেন টুর্ণামেন্টের ডিরেক্টর ক্রেগ টেলি বলেন, আমরা জানি বর্তমানে সে কঠিন সময় পাড় করছে।
তবু ও আমরা তাকে টুর্ণামেন্টে খেলার জন্য অনুমতি দিচ্ছি। ওয়াইল্ড কার্ড পাওয়ায় খুব রোমাঞ্চ অনুভব করছেন বলে জানান তিনি। ২০১২ ও ২০১৩ সালে মহিলা এককে অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি জিতেন আজারেঙ্কা। বর্তমান র্যাংকিংয়ে ২০১ নম্বরে অবস্থান তার। জানুয়ারির ১৫ তারিখ শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ডসøাম টুর্ণামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**