কখনও ট্র্যাডিশনাল অবতার, কখন বা বিকিনিতে দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু, এবার এ কেমন পোশাকে সামনে এলেন তিনি? সম্প্রতি প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যা দেখে সরগরম নেটদুনিয়া।
নিউইর্কের রাস্তায় তোলা ছবিটা কোয়ান্টিকোর শুটিংয়ের। প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে কালো ফুল স্লিভ টপ ও ট্রাউজ়ারে। তার উপরে পরেছেন ফ্লোরাল প্রিন্টের ডেনিম জ্যাকেট। জানা গেছে, কোয়ান্টিকোর শুটিং শুরু হয়েছে। সেখানেই তাঁকে এই নতুন অবতারে দেখা যাবে।
তবে শুধু এই ছবি নয়, ইন্টারনেটে ঘুড়ে বেড়াচ্ছে প্রিয়াঙ্কার বেশ কিছু ছবি। যেখানে বাইক স্ট্যান্টও করতে দেখা গেছে তাঁকে। কালো ওয়েস্টকোর্ট পরা প্রিয়াঙ্কার একটি ছবিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগেই সুইমিং পুলে বোনঝিকে নিয়ে ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। সেই ছবিও মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**