মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় ছায়েদুল হকের মরদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর হেলিকপ্টারে করে নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিয়ে যাওয়া হয় মন্ত্রীর মরদেহ। সেখানে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় দ্বিতীয় জানাজা এবং তার গ্রামের বাড়ি পূর্বভাগে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে দাফন করা হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**