কথায় আছে ‘বাপ কা বেটা/ সিপাই কা ঘোড়া/ কুছ নেহি তো/ থোরা থোরা’ অর্থাৎ বাবা যেমন তার ছেলের মধ্যে কিছু না কিছু হলেও থাকবে! সেই হিসেবে ছেলে তো কিছু একটা হবেই! যেমন বলিউড বাদশা শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান। সম্প্রতি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গানের তালে নেচে মাতিয়েছে উপস্থিত সবাইকে।
কইমই ডটকম এক প্রতিবেদনে জানায়, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আরো ১০টি বাচ্চার সঙ্গে নাচল শাহরুখ পুত্র আব্রাম। সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আব্রামের নাচ আপলোড করেন বাদশা। আর আপলোড হতে না হতেই তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়! ভিডিওতে দেখা যায়, স্কুলের অন্য বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে নাচছেন শাহরুখ ও মেয়ে সুহানাও।
জানা গেছে, আব্রাম ভারতের মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। বার্ষিক অনুষ্ঠানে একঝাঁক বাচ্চার সঙ্গে সেও নাচল বাবা শাহরুখ খানের স্বদেশ ছবির গান ‘ইয়ে তারা ও তারার সঙ্গে’। সুপারহিট এই ছবিতে শাহরুখও নেচেছিলেন একদল ছোট ছেলেমেয়ের সঙ্গে। এতদিন পর সেই একই রাস্তায় হাঁটল তার ছোট ছেলে, তবে সে নাচল তার সমবয়সীদের সঙ্গে। ছেলের নাচ দেখে একেবারে আপ্লুত শাহরুখ খান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া বচ্চন, হৃতিক রোশন ও প্রাক্তন স্ত্রী সুজান রোশনসহ অনেকে।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**