ভারতের টি-সিরিজের ব্যানারে মিউজিক ভিডিওর মডেল হয়ে শোবিজে পথচলা শুরু করেছেন বাংলাদেশের মাহিম করিম। আবরার সিয়ামের গাওয়া ”ইতনা দূর” শিরোনামে গানের মিউজিক ভিডিওতে মাহিমের বিপরীতে আছেন পায়েলিয়া পায়েল। অনুরুদ্ধ ঘোষের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন বাংলাদেশি বংশদ্ভূত রুম্মান চৌধুরী।
এ ব্যাপারে মাহিম করিম বলেন,”টি-সিরিজের সঙ্গে আমার একটি চুক্তি হয়েছে। তার প্রেক্ষিতে এই মিউজিক ভিডিওতে কাজ করেছি। ভিডিওর কনসেপ্টটা দারুণ। আশা করছি প্রকাশের পর ভালো রেসপন্স পাবো।”
জানা গেছে, ২৩ ডিসেম্বর টিজার এবং ২৭ ডিসেম্বর মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। মিউজিক ভিডিওটি যৌথভাবে নির্মাণ করেছেন ইশান আরফিন নিতুল ও রুম্মান চৌধুরী। ক্যামেরায় ছিলেন আরচি, সন্দীপ রায় এবং এহসান আরিফিন।
উল্লেখ্য,মডেল-অভিনেত্রী সারিকার সঙ্গে ডিভোর্সের পর পরই মিডিয়ায় কাজ শুরু করার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন মাহিম।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**