মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির মুখে এবার সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি। মারাঠি ছবির প্রদর্শন বন্ধ করে কোনোভাবে সালমান খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ দেখানো যাবে না বলে দেওয়া হয়েছে হুমকি।
মারাঠি ছবির প্রদর্শন বন্ধ করে ‘টাইগার জিন্দা হ্যায়’ দেখানো হলে, তার ফল ভালো হবে না বলে রাজ ঠাকরের দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে।
আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে পরিচালক আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। বলিউডের এই ছবির পাশপাশি ওই দিনই মুক্তি পাচ্ছে মারাঠি ‘দেবা’ ছবিটি। আর এখানেই গন্ডগোলের সূত্রপাত। মারাঠি ছবির প্রদর্শন বন্ধ করে কখনোই সালমান খানের ছবির প্রদর্শন করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। এরপরই শুরু হয়েছে জোর গুঞ্জন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**