রিয়াল মাদ্রিদের বিপক্ষে সবশেষ এল ক্লাসিকো লড়াইয়ে মাঠে ছিলেন নেইমার। কিন্তু চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার শনিবার মর্যাদাপূর্ণ এ লড়াইয়ে দেখা যাবে তাকে। কিন্তু মাঠের বাইরে বসেও এ ম্যাচটি দেখবেন না ব্রাজিলের এ ফরোয়ার্ড। ব্যাপারটি নিজেই জানিয়েছেন তিনি।
নেইমার যখন বার্সেলোনার হয়ে মাঠ মাতাতেন, তখন অন্য দলগুলোর মতো রিয়ালও তাকে নিয়ে ভয়ে থাকতো। যা সান্তিয়াগো বার্ন্যাবুর ক্লাবটির অধিনায়ক সার্জিও রামোসও স্বীকার করেছেন। যাহোক, শনিবারের এল ক্লাসিকো দেখার সময় একদমই নেই এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতে। আপাতত ছুটিতে রয়েছেন তিনি। তাইতো স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে এ পিএসজি তারকা বলেই দিলেন, ‘এই মুহূর্তে আমি পিএসজি নিয়ে ভাবতে চাই। এল ক্লাসিকো আমার দেখা হবে না।’
পিএসজিতে সুখেই দিন কাটছে নেইমারের। এমটাই দাবী এ ব্রাজিল ফরোয়ার্ডের। তারপরও গুঞ্জন, আগামী মৌসুমের দলবদলেই ফরাসি ক্লাবটি ছেড়ে রিয়ালে নাম লেখাবেন তিনি। তবে এ ব্যাপারটি নিয়ে এখনই ভাবতে চান না তিনি। আপাতত তার মনযোগ শুধুমাত্র পিএসজিকে ঘিরেই।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**