স্কুলপর্যায়ে কমিটি গঠন করা থেকে ছাত্রলীগকে সরে আসার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের বলেন, লেখাপড়ার চাপের কারণে তারা এমনিতেই বিড়ম্বনায় থাকে তাই তাদের ওপর রাজনীতির চাপ দেয়া ঠিক হবে না।
রংপুর নির্বাচন নিয়ে বিএনপির দ্বিমুখী বক্তব্যেই তাদের দলের বিভক্তির কথা প্রমাণ করে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
বিজয় দিবস উপলক্ষে বাংলা একাডেমিতে শনিবার ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে।
তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্য গড়তেই রাজনৈতিক কৌশল হিসেবে বাধ্য হয়ে জাতীয় পার্টির সঙ্গে জোট করা হয়েছে।
রংপুর নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের ভিন্ন মন্তব্যই তাদের দলের মধ্যে মতপার্থক্য থাকার কথা প্রমাণ করে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**