মালয়েশিয়ায় আদম পাচারের অভিযোগে আটক হয়েছেন আলোচিত-সমালোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। রোববার রাতে মালয়েশীয় পুলিশের হাতে তার সাথে আটক হয়েছেন আরো ৫৭ জন। তবে দলের সাথে যাওয়া ঢাকার তারকারা নিরাপদে আছেন বলে জানা গেছে।
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে উপলক্ষ করে সম্প্রতি বাংলাদেশের একঝাঁক তারকা মালয়েশিয়ায় যান। সেখানেই আদম পাচারের অভিযোগে আটক হন অন্যতম আয়োজক অনন্য মামুনসহ অন্যরা। ওই অনুষ্ঠানে অংশ নিতে ২২ ডিসেম্বর ঢাকার শোবিজের একঝাঁক তারকা দেশটির রাজধানী কুয়ালালামপুর যান। পরদিন ‘বাংলাদেশি নাইটস’ শিরোনামে নির্ধারিত সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, মিষ্টি জান্নাত, সাঞ্জু জন, আইরিন সুলতানা, আশনা হাবিব ভাবনা, তিথি কবিরসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ বিশ্বাস। অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনন্য মামুন।
**রাজনৈতিক, ধর্মবিদ্বেষী ও খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।**